Download Free BIGtheme.net
Home / জেলার খবর / হাতিয়ায় সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

হাতিয়ায় সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত

মোঃ শাহাদাত হোসেন নিশাদ, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নুর আলম (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় অন্তত ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চরকিং ইউনিয়ের ভৈরব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায় হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে চরকিং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এসময় উভয় গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে নুর আলম (৩০) গুলিবিদ্ধ হন।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নুর আলম হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়ের শুল্যাকি গ্রামের নুর হোসেনের ছেলে।
হাতিয়া থানা পুলিশের বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

comments