Download Free BIGtheme.net
Home / জেলার খবর / তাহিরপুর সীমান্তে ইয়াবা টেবলেটসহ, কথিত সাংবাদিক আটক

তাহিরপুর সীমান্তে ইয়াবা টেবলেটসহ, কথিত সাংবাদিক আটক

এমএ রাজ্জাক, তাহিরপর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবা, গোপন ক্যামেরাসহ এক মাদক ব্যবসায়ীকে বর্ডারগাট বিজিবি আটক করেছে। মঙ্গলবার দুপুরে তাকে আটক করে বিজিবি। আটককৃতর নাম হারুন মিয়া (২৭)। সে জেলার ধর্মপাশার মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আন্তরপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।’ বিজিবির হাতে আটকের পর হারুন নিজেকে সিএনএ নিউজ ২৪.কম (CNANEWS24.COM), দৈনিক আলোকিত আলো সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের ধর্মপাশা উপজেলা ও জেলা প্রতিনিধি হিসাবে তাৎক্ষনিক পরিচয় প্রদান করে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের জঙ্গলবাড়ি এলাকা থেকে ইয়াবার চালান ধর্মপাশার মহেষখলা নিয়ে যাবার পথে সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর নিকট হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জংগলবাড়ী নামক স্থান হতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার আফসার উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল হারুন মিয়াকে সন্দেহ হলে আটক করে। আটককের পর তার দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় পায়ের উঢ়ুতে লুকানো থাকা একটি ছোট থলের ভেতর থেকে ৫০টি ইয়াবা ট্যাবলেট, একটি গোপন ক্যামেরা, একটি অকটেন মোবাইল ফোন সেট তার কাছে থেকে উদ্ধার করে বিজিবি।

এবিষয়ে সিএনএ নিউজ ২৪.কম (CNANEWS24.COM) অনলাইন নিউজ পোর্টালের চীফ এডিটর লুৎফুজ্জামান লিটন হারুনকে প্রথমে তাদের নিউজ পোর্টালের ধর্মপাশা উপজেলা প্রতিনিধি স্বীকার করলেও পরবতীর্তে তিনি বলেন, অসাধাচরন দায়ে মাস খানেক পুর্বে হারুনকে অব্যাহতি দেয়া হয়েছে।

সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাসির উদ্দিন আহমেদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবি সকল ধরনের তৎপরতা কঠোরতার সাথে ধমন করতে অভিযান অব্যাহত রেখেছে।

Comments

comments