Download Free BIGtheme.net
Home / জাতীয় / রাজধানীতে আবারো ‘সিটিং সার্ভিস’ শুরু

রাজধানীতে আবারো ‘সিটিং সার্ভিস’ শুরু

অনলাইন ডেস্ক: রাজধানীতে আবারো ফিরলো সিটিং সার্ভিস। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে আবারো শুরু হয়েছে গণপরিবহনে ‘সিটিং সার্ভিস’। বন্ধ হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত হবে ১৫ দিন পর। বৃহস্পতিবার থেকে পরবর্তী ১৫ দিন সিটিং সার্ভিসের বিরুদ্ধে অভিযান চলবেনা বলেও জানিয়েছে বিআরটিএ।

গতকাল বিকেলে রাজধানীর এলেনবাড়ীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে ট্রাফিক পুলিশ, বিভিন্ন বাস মালিক সংগঠন ও সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষ এই সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ এর চেয়ারম্যান মশিয়ার রহমান। বৈঠকে সিটিং সার্ভিসের ব্যপারে সমীক্ষা যাচাইয়ের পর পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার সকালে সরেজমিন রাজধানীর কয়েকটি রুটে দেখা গেছে নিজস্ব ভাড়া তালিকা মেনেই ‘সিটিং’ বাসগুলোতে ভাড়া আদায় হচ্ছে আগের মতোই; যা কোনো কোনো ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার তিনগুণ পর্যন্ত হচ্ছে। আইনত বৈধতা না থাকা এ সার্ভিসে সরকার নির্ধারিত হারে ভাড়া আদায়ের কথা থাকলেও তা মানা হচ্ছে না।

সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী প্রথম ৩ কিলোমিটারের জন্য সর্বনিম্ন ভাড়া ৭ টাকা। তবে এসব বাসে সর্বনিম্ন ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা।

বাংলামোটর থেকে মালিবাগ আবুল হোটেলের দূরত্ব ২ দশমিক ৬ কিলোমিটার। মোহাম্মদপুর (বসিলা)-ডেমরা রুটের স্বাধীন পরিবহনের বাসে সেই ভাড়া নেয়া হচ্ছে ১০ টাকা। এই ভাড়ায় একজন যাত্রীর প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার ভ্রমণ করার কথা থাকলেও মানা হচ্ছে না নিয়ম।

একই অবস্থা সায়েদাবাদ থেকে গাজীপুরগামী বলাকা স্পেশাল ‘বড়বাসের’ও। বৃহস্পতিবার সকালে এই বাসে মহাখালী থেকে মগবাজার আসতে তারা ভাড়া নেয় ২০ টাকা।

গত ১৫ এপ্রিল থেকে রাজধানীতে পরিবহন সংকট ও যাত্রী হয়রানি দূর করতে সব ধরণের সিটিং সার্ভিস ও গেইট লক সেবা বন্ধ করে দেয় সরকার ও পরিবহন মালিকরা। কিন্তু গত তিনদিনেও সিটিং সার্ভিসের হয়রানি ও দৌরাত্ম থেকে মুক্তি পায়নি রাজধানীবাসী। এতে প্রতিনিয়তই বিপাকে পড়ছেন তারা।

Comments

comments