ছাইয়েদুল ইসলাম, ঢাকা: ঢাকার অদূরে সাভার উপজেলার জিরানী বাজার সংগ্লন তুইং হাই নীটিং এন্ড ডাইং ফ্যাক্টরীতে ইভান হেলথ সার্ভিসেস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (IHS) এর উদ্যেগে মানুষের মৌলিক চাহিদার অন্যতম একটি চিকিৎসা সেবার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছ।
বুধবার সকালে তুইং হাই নীটিং এন্ড ডাইং ফ্যাক্টরীর হলরুমে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে ফ্যাক্টরীর ৪০ জন পুরুষ ও নারী শ্রমিকে চিকিৎসা দেওয়া হয়। ডাক্তার হিসাবে ছিলেন, জিরানী বাজারে অবস্থিত মা ডায়াগনস্টিক সেন্টারে কন্সালটেন্ট, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো: সোহরাব হাসান।
এসময় উপস্থিত ছিলেন, ইভান হেলথ সার্ভিসেস বাংলাদেশের সি. আর. ও. সোমান সায়নী, সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার বায়োজিদ শামীম। তুইং হাই নীটিং এন্ড ডাইং ফ্যাক্টরীর ম্যানেজার মো: নরুল ইসলাম বাবু, মার্চেনডাইজার মুহেবুল ইসলাম, ডাইং মাস্টার সুজন সাহা সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
আইএইচএস হচ্ছে একটি মেডিকেল ট্যুরিজম কোম্পানী। বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যায় তাদেরকে ভিসা সার্পোট থেকে শুরু করে সব ধরনের মেডিকেল সহয়াতা দিয়ে থাকে।
Comments
comments