জাহিদুল হক মনির,শেরপুর প্রতিনিধি: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে মামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য আগামী ২২ মে পরবর্তী তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
সোমবার ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর সদস্য হলেন বিচারপতি মো. সোহরাওয়ারদী। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। সঙ্গে ছিলেন রেজিয়া সুলতানা চমন।
মামলায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিকরা হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট আকরাম হোসেন, মোখলেসুর রহমান তারা ও এমদাদুল হক ওরফে খাজা।
পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন জানান, আজ ট্রাইব্যুনালে তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশনা চেয়ে আবেদন করা হয়। ওই আবেদন শুনানি করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মামলার তদন্ত করছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম।
Comments
comments