Download Free BIGtheme.net
Home / জাতীয় / আগামী ১১ মে পবিত্র শবে বরাত

আগামী ১১ মে পবিত্র শবে বরাত

অনলাইন ডেস্ক: সারাদেশে আগামী ১১ মে (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বাংলাদেশের আকাশে ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে ২৮ এপ্রিল শুক্রবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ১৪ শাবান অর্থাৎ ১১ মে দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ নিজাম উদ্দিন।

তিনি বলেন, “বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার শাবান মাসের চাঁদ দেখা যায়। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে শুরু হচ্ছে ১৪৩৮ হিজরির শাবান মাস। সেই হিসেবে ১১ মে দিবাগত রাতে লাইলাতুল বরাত পালিত হবে।”

মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ শবে বরাতের রাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তিলাওয়াতসহ সৃষ্টিকর্তার আনুগত্য লাভের আশায় প্রার্থনায় অংশ নেয়। মুসলমানদের কাছে এ রাত ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত।

সভায় ১৪৩৮ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়।

সভায় ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস) মো. মিজান-উল-আলম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব শাফায়াত মাহবুব, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ,বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments