অনলাইন ডেস্ক: রাজধানীর শ্যামপুরে ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শনিবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে শ্যামপুরের ধোলাইপাড় রোডে সরকার পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শমসের আলী ও সালাম। আহত শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, পেট্রলপাম্পের সামনে একটি ট্রাকের মেরামতকাজ চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শমসের আলী নিহত হন। আহত সালাম ও শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সালামকে মৃত ঘোষণা করা হয়। শাহ আলম চিকিৎসাধীন।
শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল হক জানান, ট্রাকচাপায় একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরেকজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অপর ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।
Comments
comments