অনলাইন ডেস্ক: ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’ এ যোগ দিতে সৌদি আরব গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার রাত ৮ টা ১০ মিনিটে বিমানের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী রিয়াদ রওনা হন।
হজরত শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং তিন বাহিনীর প্রধান।
শেখ হাসিনা আরব ও ইসলামী দেশগুলোর এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ওমরাহ পালন এবং মদিনায় মহানবী (সা.) এর রওজা জিয়ারতও করবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সউদের আমন্ত্রণে এই সফরে গেলেন বাংলাদেশের সরকার প্রধান।
সৌদি আরবের সাংস্কৃতিক ও তথ্যমন্ত্রী আওয়াদ বিন-সালেহ-আল-আওয়াদ গত ৯ মে ঢাকায় এসে শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে যান।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।
Comments
comments