আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৩ সৈন্য নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
ইরাক সীমান্তের কাছে একটি বিদ্যুতের লাইনে ধাক্কা খেয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এতে সব আরোহী প্রাণ হারান।
হেলিকপ্টারটি তুরস্ক-ইরাক সীমান্তে টহল দেয়ার কাজে নিয়োজিত ছিল এবং রাতের বেলা উড্ডয়নের তিন মিনিট পরই এটি বিধ্বস্ত হয়।
তুরস্কের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, পাইলটের ভুলের কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। নিহতদের মধ্যে একজন পদস্থ সেনা কর্মকর্তা রয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর দুই মাস আগে গত মার্চে তুরস্কের ইস্তাম্বুল শহরের আকাশে একটি বেসামরিক হেলিকপ্টার উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এর সাত আরোহীর সবাই নিহত হয়েছিল।
Comments
comments