Download Free BIGtheme.net
Home / রাজনীতি / সারা দেশে আ.লীগের সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের নির্দেশ

সারা দেশে আ.লীগের সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের নির্দেশ

bdonline24_463

বাংলাদেশ অনলাইন ডেস্ক : সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দিয়ে চিঠি দিচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট নেতাদের ঠিকানায় পাঠানো হচ্ছে।

জেলা ও মহানগর, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে একই উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন ফরম্যাটে সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের জন্য তৃণমূল নেতাদের নির্দেশ দেয়া হচ্ছে।

গতকাল সোমবার সংশ্লিষ্ট ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে এই চিঠি পাঠানোর কাজ শুরু হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দলীয় একাধিক সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

মাহবুব উল আলম হানিফ স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্ট নেতাদের প্রতি নির্দেশ ও আহ্বান জানিয়ে বলা হয়েছে, গত ৩ জুলাই ১৪ দলীয় জোটনেত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চিঠিতে আরো বলা হয়, এই বৈঠকে জোটনেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক দেশব্যাপী ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা এবং মহানগরগুলোতে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই কমিটির অন্যতম কাজ হচ্ছে সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি তৎপরতাকারীদের বিরুদ্ধে জনগণকে সচেতন করা। এবং তাদের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। এই কমিটি ১৪ দলীয় জোটের নেতা-কর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, কৃষিবিদ, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে অংশগ্রহণ এবং সমন্বয়ে গঠন করবেন।

চিঠিতে বলা হয়েছে, সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, জেলা ও মহানগরে ১ জনকে সভাপতি, ১৭ জনকে সহ-সভাপতি, ১ জন সদস্যসচিব ও বাকিদের সদস্য, উপজেলায় ১ জনকে সভাপতি, ১০ জনকে সহ-সভাপতি, ১ জন সদস্যসচিব ও বাকিদের সদস্য, ইউনিয়নে ১ জন সভাপতি, ৬ জনকে সহ-সভাপতি, ১ জন সদস্যসচিব ও বাকিদের সদস্য এবং ওয়ার্ডে ১ জন সভাপতি, ৩ জন সভাপতি, ১ জন সদস্যসচিব ও বাকিদের সদস্য করে কমিটি গঠন করতে হবে।

আগামী ২১ জুলাইয়ের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

Comments

comments