মেহেদী হাসান, মাদারীপুর: জেলার চারটি উপজেলায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযন্ত জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর, সাস্থ্য ও পরিবার কল্যন মন্ত্রণালয় পক্ষ থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাদারীপুর ৬-৫৯মাসের সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
ভিটামিন এ খাওয়ান শিশুমৃত্যুর ঝুঁকি কমনা, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আরও রয়েছে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল , ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল , শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।
উক্ত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আগের দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশন সমূহের ওয়ার্ডে মাইকিং করানো হয়েছে। ক্যাম্পেইনে জন্য বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসা, কমিনিটি ক্লিনিক গুলোতে কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা রাখা হয়েছিল। মাদারীপুরের বিভিন্ন বাসস্টান্ড এলাকায় যাত্রীছাউনীতে অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্র ছিল। অতিরিক্ত কেন্দ্র ছিল।
Comments
comments