অনলাইন ডেস্কঃ আগামীকাল ৩ নভেম্বর শোকাবহ জেল হত্যা দিবস। দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।
আজ এক সংবাদ বিবৃতিতে এমনটাই জানায় দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।
এতে বলা হয়, প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশ আওয়ামী লীগ সমগ্র বাঙালি জাতির সাথে শ্রদ্ধচিত্তে শোকাবহ এ দিবসটিকে স্মরণ ও পালন করবে এবং এ লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
‘৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬-০০টায় : বঙ্গবন্ধু ভবন ও দলের কেদ্রীয় কার্যালয়সহ দেশের সর্বত্র সংগঠনের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তলন এবং কালো ব্যাজ ধারণ। সকাল ৭-০০ টায় : বঙ্গবন্ধু ভবনে জমায়েত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ।
সকাল ৮টায় : বনানী কবরস্থানে ১৫ আগস্টর শহীদ ও জাতীয় নেতাদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানেরর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত। বিকাল ৩টায় স্মরণ সভা।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে। স্মরণ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই সাথে আওয়ামী লীগের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন শাখা এবং সকল সহযাগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী এবং সর্বস্তরর জনগণকে আগামী ৩ নভেম্বর যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে দিবসটি পালনের জন্য বিনীত আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকার কেদ্রীয় কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন রাজনৈতিক সহচর ও মহান মুক্তিযু্দ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতা, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টন (অব.) এম. মুনসুর আলী, এ এইচ. এম কামারুজ্জামান কে নির্মমভাবে হত্যা করা হয়।
Comments
comments