Download Free BIGtheme.net
Home / অপরাধ / কালকিনিতে মুক্তিযোদ্ধার বাড়ীসহ দুটি জুয়ের্লাস দোকানে ডাকাতি, আহত ৪

কালকিনিতে মুক্তিযোদ্ধার বাড়ীসহ দুটি জুয়ের্লাস দোকানে ডাকাতি, আহত ৪

bdonline24_2154

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: জেলার কালকিনি উপজেলার কয়রিয়া ইউনিয়নের মোল্লারহাট রামারপোল এলাকায় মুক্তিযোদ্ধার বাড়ীসহ ২টি জুয়েলার্সের দোকানে ডাকাতি করে প্রায় ৪ লক্ষ টাকা, ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে, এসময় আহত হয়েছে ৪জন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় বুধবার গভির রাতে একদল ডাকাত মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন মোল্লার বাড়ীতে ঢুকে ৩০ ভরি সোনা, নগদ ৬০ হাজার টাকাসহ ৫ টি দামি মোবাইল নিতে গেলে বাড়ীর লোকজন বাধা দিলে তাদের এলোপাতী আঘাত করে। এতে মুক্তিযোদ্ধা সহ আহত হয় তার পরিবারে লোকজন।

এরপর ওই রাতেই পাশের আলম গোল্ড ওয়ার্কসপ ও আলভি জুয়ের্লাসের দুটি দোকানে ডাকাতি করে। সেখান থেকে ৪০ ভরি সোনা, ১০০ ভরি রুপাসহ প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে যায়। এবং আহত মুক্তিযোদ্ধাসহ তার পরিবারে ২মেয়ে সিমু (২০), সৃতি(৩০)সহ মেয়ে জামাই মাসুম হাওলাদারকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা ঘটনার সত্যতা স্বীকার করে জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Comments

comments