Download Free BIGtheme.net
Home / অন্যান্য / পিআইবি’তে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্ধোধন ও সমাপন অনুষ্ঠান

পিআইবি’তে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের উদ্ধোধন ও সমাপন অনুষ্ঠান

screenshot_29

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) পরিচালিত সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সের ১৬ তম ব্যাচের উদ্বোধন ও ১৫ তম ব্যাচের  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৫ টায়  পিআইবির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের কোর্সের উদ্ধোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

প্রধান অতিথির বক্তব‌্যে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা দিনের পর দিন বাড়ছে । যেসব তরুণ সাংবাদিকতায় লেখাপড়া করতে চায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) তাদেরকে এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকতা এমন একটি শিক্ষা যা যেকোন পেশায় কাজে লাগতে পারে। সাংবাদিকতার কোন সীমারেখা টানা সম্ভব নয়। সাংবাদিকতা একটি বৈচিত্র্যময় বিষয়। সাংবাদিকতার মূলনীতি হচ্ছে সত্য প্রকাশ করা।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, যারা সাংবাদিকতা করতে চায় বা করছে তাদেরকে খুব সহজে সাংবাদিকতা শিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর অনলাইন সাংবাদিকতা ডিপ্লোমা কোর্স চালু করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।

এর আগে নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব শেষে তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিদায়ী শিক্ষার্থীরা। এর পর কবিতা আবৃত্তি করেন বিদায়ী ব্যাচের শিক্ষার্থী হৈমন্তী  শুক্লা।

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, ড্যাফোডিল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. সেলিম আহমেদ, পিআইবির একাডেমিক কমিটির সদস্যসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন একাডেমিক কমিটির কোর্স সমন্বয়কারী ও সহকারি সম্পাদক (ফিচার) শাহেলা আক্তার।

Comments

comments