Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / দুর্নীতির মামলায় এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় এমপি বদির ৩ বছরের কারাদণ্ড

bdonline24_2155

অনলাইন ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার এই রায় ঘোষণা করেন।

এ রায় ঘোষণার সময় এমপি বদি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ১৯ অক্টোবর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে আজ রায় ঘোষণার দিন ঠিক করেন বিচারক। মামলাটিতে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভূত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন। দুদকের অনুসন্ধানে অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে ১ কোটি ৯৮ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানো হয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষেতেদুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি করেন।

Comments

comments