নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনা নিয়ে দোষারোপের রাজনীতি করা হলে প্রকৃত জঙ্গিদের দমন করা যাবে না ।
তিনি বলেন, যখনই কোনো ঘটনা ঘটে তখনই আওয়ামী লীগের লোকেরা এর জন্যে বিএনপি-জামায়াতকে দায়ী করে বক্তৃতা করেন। বিরোধী দলকে দায়ী করে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরানো চেষ্টা বন্ধেরও আহ্বান জানান তিনি। মঙ্গলবার রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক শোক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘দেশে এসব হত্যাকাণ্ড বন্ধ করতে হলে খালেদা জিয়ার ডাকে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই এসব হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব।’
Comments
comments