Download Free BIGtheme.net
Home / বিনোদন / গায়িকা থেকে নায়িকা পড়শী

গায়িকা থেকে নায়িকা পড়শী

bdonline24_513

বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পীর বাইরে পড়শী এখন নতুন পরিচয়ে আলোচনায় এসেছেন। কিছুদিন আগে একটি বেসরকারি রেডিও স্টেশনে রেডিও জকি হিসেবে যোগদান করেছেন। ‘পড়শী নাইটস’ নামে জাগো এফএমের নিয়মিত হোস্ট তিনি। এসব পরিচয়ের বাইরে আলোচনায় আসা পড়শীর অন্য পরিচয়টি হলো ‘অভিনেত্রী পড়শী’।

এবারের ঈদে ‘রানা পাগলা দ্য মেন্টাল’ ছবিতে একজন কণ্ঠশিল্পী হিসেবে অভিনয় করেন। ঢালিউডের হালের সেনসেশন শাকিব খানের বিপরীতে দারুণ পারফরম্যান্স তাকে নতুন করে তার ভক্তদের সামনে আলোচনায় আনে। ভক্তরাও চান পড়শী নিয়মিত অভিনয় করুক। পড়শী সম্মত।

পড়শী বলেন, এই ছবিতে অভিনয় আমার নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগানোর ইচ্ছে আছে। তার মানে অভিনয় আসছেন পড়শী? এমন প্রশ্নের জবাবে পড়শী বলেন, অবশ্যই অভিনয়ের ইচ্ছে আছে। শুধু অভিনয় নয় প্রধান অভিনেত্রী হিসেবেও কাজ করতে চাই। তবে স্ক্রিপ্ট আমার মনের মতো হতে হবে। কাস্টিং পছন্দ হতে হবে। তাহলেই হয়ত অভিনয়ে আসবো।

Comments

comments