Download Free BIGtheme.net
Home / জাতীয় / ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর

৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ১ সেপ্টেম্বর

bdonline24_512

বাংলাদেশ অনলাইন ডেস্ক : ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু ১ সেপ্টেম্বর। ছত্রিশতম বিসিএসের প্রিলিমিনারিতে যারা  উত্তীর্ণ হয়েছেন, তাদের লিখিত পরীক্ষায় বসতে হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রণ (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, খুলনা ও রংপুরে একযোগে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার হল এবং বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জানানো হবে।

এর আগে গত ৮ জানুয়ারি দুই লাখ ১১ হাজার ৩২৬ জন চাকরিপ্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।

Comments

comments