Download Free BIGtheme.net
Home / জাতীয় / রিজার্ভ চুরি: অর্থ ফেরতের জন্য মামলা করবে না বাংলাদেশ ব্যাংক

রিজার্ভ চুরি: অর্থ ফেরতের জন্য মামলা করবে না বাংলাদেশ ব্যাংক

bdonline24_988

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ : রিজার্ভ চুরির ঘটনায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং মানি ট্রান্সফার কোম্পানী সুইফটের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া আট কোটি ১০ লাখ ডলার উদ্ধারে মামলা না করে বরং তাদের সাহায্য চাওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহাকে উদ্ধৃত করে বলা হয়, এ ধরনের সিদ্ধান্তের পেছনে কি কারণ রয়েছে সে বিষয়ে কোন ব্যাখ্যা দেননি তিনি। ফেডারেল রিজার্ভ এবং সুইটের ভুলের কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরি হয়েছে বলে অভিযোগ করেছিল বাংলাদেশ ব্যাংক ও এ বিষয়ে গঠিত তদন্ত সংস্থা। আর সে কারণেই ওই দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করারও প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ ব্যাংক।

অবশ্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র যখন এমন বক্তব্য দিলেন সে সময়ে যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ ও সুইফটের সঙ্গে বৈঠক শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা

Comments

comments