Download Free BIGtheme.net
Home / ব্রেকিং নিউজ / বিএনপির কর্মসূচি ঘোষণা

বিএনপির কর্মসূচি ঘোষণা

bdonline24_989

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস পালন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে দলটি। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র‌্যালি ও জনসভা।

মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে : ১ সেপ্টেম্বর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন ও সকাল ১০টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহামনের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ। একইসঙ্গে সারাদেশের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন।

তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীতে একটি বর্নাঢ্য র‌্যালি ও জনসভা করারও চিন্তা করা হচ্ছে বলেও জানান তিনি। তবে এর তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।

এ ছাড়া অনুমতি পাওয়া সাপেক্ষে রাজধানীর সোরাওয়ার্দী উদ্যানে জনসভা অথবা র‌্যালি করবে বিএনপি। অনুমতি পেলে তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

মির্জা ফখরল বলেন, ‘দলের প্রতিষ্ঠা বার্ষিকী ছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষ্যে কর্মসূচি নিয়েছে বিএনপি।’

‘৩ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এছাড়া ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘কারামুক্তি’ দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। তবে ওই সময় ঈদুল আযহা হওয়ায় অনুষ্ঠানটি ঈদের আগে অথবা পরে এক সময় করা হবে। তারিখ ও সময় পরে জানানো হবে’ বলেন বিএনপি মহাসচিব।

কর্মসূচি ঘোষণা করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চাই। আশা করি এ ব্যাপারে সব রকম সহযোগিতা করবে সরকার।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঘোষণার পর আয়োজিত প্রথম যৌথসভায় দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলী, সহ সম্পাদক ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Comments

comments