বাংলাদেশ অনলাইনডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘একাত্তরের ঘাতকরা তাদের পরাজয় মেনে নিতে পারেনি বলেই তাদের নির্দেশেই তথাকথিত জঙ্গিবাদের উত্থান হয়েছে।’
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শোক দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ শক্তিই এখন আবারো বাংলাদেশকে পরাজিত করতে চায়।
তিনি বলেন, আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো, কোনদিনই পরাজিত হবো না। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।
Comments
comments