Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / বিচারপতি অপসারণে আইনি শূন্যতা বিরাজ করছে

বিচারপতি অপসারণে আইনি শূন্যতা বিরাজ করছে

bdonline24_1967

অনলাইন ডেস্কঃ উচ্চ আদালতের বিচারপতি অপসারণসংক্রান্ত সংবিধানের ১৬তম সংশোধনী হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম। ফলে বিচারপতি অপসারণে কোনো বিধান বহাল না থাকায় আইনি শূন্যতা বিরাজ করছে।

আজ সোমবার সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিচারক অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে পাস করা ষোড়শ সংশোধনী হাইকোর্টে বাতিল হওয়ার মধ্য দিয়ে এ শূন্যতার সৃষ্টি হয়েছে। এ মামলার রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান তিনি।

মাহবুবে আলম বলেন, এই অবস্থায় কোনো বিচারপতির বিরুদ্ধে অভিযোগ আসলে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার জন্য আবেদন দাখিল করেছি।

একমাসের মধ্যে এই অনুলিপি পাওয়ার পরই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। সর্বোচ্চ আদালতে আপিলের পক্ষে প্রয়োজনীয় যুক্তিতর্ক উপস্থাপন করা হবে যাতে হাইকোর্টের রায় আপিল বিভাগে বাতিল হয়ে যায়।

তিনি বলেন, বিচারপতি অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আইয়ুব খানের শাসনামলে অন্তুর্ভুক্ত করা হয়েছিল। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই বিধান আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়। এখন আমরা যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করি তাহলে মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হবে।

Comments

comments