অনলাইন ডেস্কঃ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০১০ সালের আগের অনিষ্পন্ন পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নির্দেশ অনুসারে রবিবার বিচারপতি মিজানুর রহমান ভূঞা, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি মো. আবু তারিকের বেঞ্চসহ হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে পুরাতন মামলা কার্যতালিকায় উঠেছে। পর্যায়ক্রমে সকল মামলা কার্যতালিকায় উঠবে।
বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর পুরোনো মামলা তালিকা করার জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেয়। সেই নির্দেশ মোতাবেক সংশ্লিষ্ট শাখাগুলো ফৌজদারি দেওয়ানী দেওয়ানী ও রিট মামলার তালিকা প্রস্তুত করে। এখনো সেই তালিকা প্রস্তুত করা হচ্ছে।
সেই তালিকা প্রধান বিচারপতির কাছে পাঠানোর পর প্রধান বিচারপতি মামলার প্রকৃতি অনুযায়ী হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে প্রেরণ করছেন। তা নিষ্পত্তির জন্য ঐ বেঞ্চের বিচারপতিদের নির্দেশ দিচ্ছেন। ইতোমধ্যে অনেক মামলা হাইকোর্টের বিভিন্ন বেঞ্চে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
Comments
comments