Download Free BIGtheme.net
Home / খেলা / ক্রিকেটার মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রিকেটার মিরাজের জন্য বাড়ি তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

bdonline24_2163

অনলাইন ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজের পরিবারের জন্য বাড়ি তৈরী করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে খুলনার জেলা প্রশাসককে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ জানান, মিরাজের পরিবারকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য উপযুক্ত স্থান খুঁজে বের করতে স্থানীয় জেলা প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে বলা হয়েছে।

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর অধিনায়ক মুশফিকুর রহিমকে ফোন করে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। টেস্ট দলকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দেন তিনি। জয়ের অবদান রাখায় প্রধানমন্ত্রী মিরাজকে ফোন করেও অভিনন্দন জানান।

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলে মোট ১৯টি উইকেট শিকার করেন অলরাউন্ডার মিরাজ। তাকে নিয়ে তাই বিশ্ব ক্রিকেটে এখনো হইচই। তবে এই টেস্টেই প্রথম নয়। অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দেন মিরাজ।

খুলনার খালিশপুরের হাউজিংয়ের নর্থ জোনের বি ব্লকের ৭ নম্বর প্লটের ভাড়া বাসার বাসিন্দা মিরাজের পরিবার। এখানে টিনের চালার ঘরে তাদের বসবাস।

মিরাজের বাবা মো. জালাল হোসেন পেশায় গাড়িচালক। মা মিনারা বেগম গৃহিনী। মিরাজের একমাত্র বোন রুমানা আক্তার মিম্মা।

ক্রিকেটে নিজের প্রতিভা দেখিয়ে সারা বিশ্বকে তাক লাগালেও মিজারের পরিবার টিকে আছে দারিদ্রের সঙ্গে লড়াই করে।

মিরাজের পরিবারের দারিদ্র্যের কথা জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাড়ি তৈরির নির্দেশ দিলেন।

Comments

comments