অনলাইন ডেস্কঃ মূল্য সংযোজন কর—মূসক বা ভ্যাট কমানোর দাবিতে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর সব দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে কর্মবিরতি পালন করবেন ঢাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।
আজ পুরান ঢাকা, নিউ মার্কেট ও এলিফ্যান্ট রোডসহ পুরো রাজধানীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকল মার্কেট ও দোকান বন্ধ থাকছে
এ প্রসঙ্গে গতকাল ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বলেন, আজ সকাল-সন্ধ্যা সব দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপরও দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হবে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দাবির মুখে চলতি অর্থবছরে প্যাকেজ ভ্যাট থাকলেও তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি এফবিসিসিআইর সুপারিশ রাখেনি এনবিআর।
তিনি আরো বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি আমরা ব্যবসায়ীরা সকাল থেকে দুপুর পর্যন্ত দোকানের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এরপরও যদি আমাদের দাবি মানা না হয় আমরা, বৃহৎ কর্মসূচিতে যাব।’
এর আগে গত ৩০ অক্টোবর এ দাবিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনের সামনে ব্যবসায়ী ঐক্য ফোরামের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
Comments
comments