অনলাইন ডেস্কঃ সরকার বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহত্তর ঢাকা ও পার্শ্ববর্তী জেলার যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মির্জা ফখরুল বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করার জন্য এরই মধ্যে সোহরাওয়ার্দী উদ্যোনে অনুমিত চেয়েছি। ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতারা এ নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন। কিন্তু সরকারের কাছ থেকে এখন পর্যন্ত নেতিবাচক কোনো মন্তব্য পায়নি, সুতরাং আমরা আশাবাদী, স্বৈরাচারী মনোভাব থেকে সরে তারা আমাদের সমাবেশ করার অনুমতি দেবেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়শ্বর চন্দ্র রায়, আব্দুল মান্নান, অহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
Comments
comments