Download Free BIGtheme.net
Home / তথ্যপ্রযুক্তি / ‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ’

‘সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ’

photo_3308

তথ্যপ্রযুক্তি ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, প্রযুক্তিবান্ধব এ সরকার তথ্য-প্রযুক্তির উন্নয়ন ও ভবিষ্যত প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী আজ রাজশাহী সার্কিট হাউজে আয়োজিত রাজশাহী বিভাগে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জুনাইদ আহমেদ বলেন, এখন শিশুরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে ক্লাস করছে। ভবিষ্যত প্রজন্মকে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তুলতে রাজশাহীর ৪২টি প্রতিষ্ঠানসহ সারাদেশের ২০০১টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হয়েছে।

২০১৮ সালের মধ্যে আরও ১০ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের মধ্যে আইটি খাতে পাঁচ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে সরকার যা যা করা দরকার করবে।

তিনি আরো বলেন, দক্ষ ও উপযুুক্ত প্রযুক্তি নির্ভর তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহীর ৩০ একর জমিতে হাইটেক পার্ক নির্মাণ আরও ভূমিকা রাখবে বলে জুনাইদ আহমেদ আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, রাবির সাবেক ভিসি মো: আব্দুস সোবহান, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: হবিবুর রহমান উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী বরেন্দ্র ভবনে আয়োজিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বারদের সাথে ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে রাজশাহী হাইটেক পার্ক পরিদর্শন করেন।

Comments

comments