Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / অবিলম্বে সিটিসেল খুলে দেয়ার নির্দেশ

অবিলম্বে সিটিসেল খুলে দেয়ার নির্দেশ

bdonline24_2177

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলকে তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে আদালত। সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের আপিল বিভাগ এই কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়। একই সঙ্গে সিটিসেলের স্থগিত তরঙ্গ বরাদ্দ অবিলম্বে পুনঃবহালের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়।

আদেশে সিটিসেলকে ১৯ নভেম্বরের মধ্যে ১০০ কোটি টাকা বিটিআরসিকে প্রদান করতে বলা হয়েছে। যদি এ সময়ের মধ্যে তারা টাকা দিতে ব্যর্থ হয় তাহলে বিটিআরসি পুনরায় তরঙ্গ বরাদ্দ স্থগিত করে দিতে বলা হয়েছে।

এছাড়া বিটিআরসি ও সিটিসেলের দাবিকৃত টাকার অঙ্ক নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তা নিস্পত্তির জন্য বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি দাবিকৃত টাকা নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তা নিস্পত্তি করবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছেন, সিটিসেল নির্ধারিত তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বিটিআরসি আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে। বকেয়া পরিশোধ করতে না পারায় গত ২০ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি। তরঙ্গ বরাদ্দ বাতিলের ওই সিদ্ধান্ত স্থগিত বা পুনরায় তরঙ্গ বরাদ্দের নির্দেশনা চেয়ে গত ২৪ অক্টোবর আবেদন করে সিটিসেল।

Comments

comments