Download Free BIGtheme.net
Home / জাতীয় / ওআইসি মহাসচিবের আইইউটি পরিদর্শন

ওআইসি মহাসচিবের আইইউটি পরিদর্শন

Photo_2285

অনলাইন ডেস্ক: সফররত অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইয়াদ আমিন মাদানী ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি’তে (আইইউটি) নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর ব্যাপারে মত প্রকাশ করেছেন।

ওআইসি মহাসচিব ও আইইউটি আচার্য ইয়াদ আমিন মাদানী আজ শুক্রবার সকালে ওআইসি পরিচালিত আইইউটি পরিদর্শনকালে এই মত প্রকাশ করেন।

মাদানী আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে আইইউটির সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।

তিনি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে ওআইসি’র সার্বিক সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।এইবারেই প্রথম আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-২০১৭) স্নাতক পর্যায়ে ওআইসি’র সকল সদস্য দেশ হতে আইইউটি’তে ছাত্রী ভর্তি করা হবে।

Comments

comments