Download Free BIGtheme.net
Home / জাতীয় / ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

bdonline24_1087

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিটি বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর ও শ্যামলীর বিভিন্ন কাউন্টারে ৭, ৮ ও ৯ সেপ্টেম্বরের বাসের টিকিট বিক্রি শুরু হয়।

বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও শ্যামলী পরিবহন মালিক রমেশ চন্দ্র জানান, সকাল ৬টা থেকেই গাবতলী থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তাদের ধারণা ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ অথবা ১৩ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। ১১ সেপ্টেম্বর রবিবার থেকে শুরু হবে ঈদের ছুটি। এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এবার ঈদে টানা পাঁচ দিন ছুটি থাকতে পারে।

Comments

comments