Download Free BIGtheme.net
Home / আইন ও আদালত / নরসিংদীতে গণধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে ৬ জনের মৃত্যুদন্ড

নরসিংদীতে গণধর্ষণ ও পর্ণগ্রাফী আইনে ৬ জনের মৃত্যুদন্ড

Photo_2325

অনলাইন ডেস্ক : প্রাণ আরএফএল গ্রুপের এক মহিলা কর্মচারীকে গণধর্ষণের দায়ে ৬ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন জেলার একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) শামীম আহম্মদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, আশিকুর রহমান (৩৫), ইলিয়াছ (২১), রুমিন (২০), রবিন (২২), ইব্রাহিম ও আব্দুর রহমান। রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আশিকুর রহমান, ইলিয়াছ, রুমিন ও রবিনকে ১ লাখ টাকা এবং ইব্রাহিম ও আব্দুর রহমানকে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া রায়ে ইব্রাহিম ও আব্দুর রহমানকে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রন আইনের ৮ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও আরো ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। মৃত্যুদন্ডপ্রাপ্তরা সকলে পলাশ উপজেলার বাঘমারা গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সলের ২৩ মে পলাশ উপজেলার বাঘমারা গ্রামে অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানীর ফার্নিচার-২’র এক মহিলা কর্মচারী প্রতিদিনের মতো অফিসের কাজ শেষে বাসায় ফিরছিলেন। তিনি জনতা মিল গেইটের সামনে পৌছলে সাজাপ্রাপ্ত আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় আসামিরা মোবাইলে ধর্ষণের ছবি ধারণ করে রাখে। এ ব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পলাশ থানায় একটি মামলা করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৬ ধর্ষকের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। ১২ জনের সাক্ষ্যগ্রহণ ও আলামত পর্যালোচনা শেষে আজ এ রায় ঘোষনা করা হয়। বাদী পক্ষে এড. কানিজ ফাতেমা ও এড. একেএম ওয়ালিউল্লাহ এবং আসামী পক্ষে এড. এমএ আউয়াল, এড. মিঠু ও এড. মনিরুজ্জামান মামলাটি পরিচালনা করেন।

Comments

comments