আন্তর্জাতিক ডেস্কঃ সিঙ্গাপুরে বাংলাদেশি হাই কমিশন বলছে সেখানে কর্মরত অন্তত ছয় জন বাংলাদেশি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। হাই কমিশনের একজন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেছেন তবে তাদের শরীরে এই ভাইরাসের মাত্রা কম। এবং তারা সেরে উঠছেন বলে তিনি জানিয়েছেন।
গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এ বছর ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্যসংস্থা জিকার কারণে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে।
হাই কমিশন থেকে বলা হচ্ছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন মশা বাহিত এই রোগে এ পর্যন্ত তারা ১১৫ জনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি পেয়েছে, যাদের বেশিরভাগই বিদেশ থেকে আসা নির্মাণ শ্রমিক।
মেজবাহ উদ্দিন বলছিলেন বাংলাদেশের যাদের শরীরে এই ভাইরাসের লক্ষণ দেখা গেছে সেটা মৃদু। তারা হয় সেরে উঠেছেন নয়তো সেরে উঠছেন।
খবর বিবিসি
Comments
comments