Download Free BIGtheme.net
Home / জেলার খবর / মাদারীপুরের রাজৈরে মাক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে গুরুত্বর আহত ৬

মাদারীপুরের রাজৈরে মাক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে গুরুত্বর আহত ৬

Photo_2551

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর: জেলার রাজৈর উপজেলার আলমদস্তা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে মাক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জনের অবস্থা আশংকাজনক এবং আরও ৩জন গুরুত্বর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় সন্ধ্যা ৬টার দিকে ভাড়ায় চালিত মাক্রোবাসটি যাত্রী নিয়ে কাওড়াকান্দির উদ্দেশ্যে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে মাক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৬জনকে আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স পাঠানো হয়। এবং পরবর্তিতে ৩জনকে আশংকাজনক অবস্থায় ফদিরপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন আমরা ঘটনাস্থল থেকে প্রথমে ৫জনকে উদ্দার করে হাসপাতালে পাঠিয়েছি। এবং কিছুক্ষন পর আরও একজনকে মাক্রোবাসের ভিতর থেকে উদ্দার করি। তবে এদের মধ্যে তিনজনই আশংকাজনক রয়েছে।

Comments

comments