Download Free BIGtheme.net
Home / জাতীয় / শিক্ষা খাতে বিশ্বব্যাংক ৮০০ কোটি টাকা ঋণ দেবে

শিক্ষা খাতে বিশ্বব্যাংক ৮০০ কোটি টাকা ঋণ দেবে

bdonline24_1338

বাংলাদেশ অনলাইন ডেস্কঃ শিক্ষা খাতের উন্নয়নের জন্য ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ উপলক্ষে একটি চুক্তি সই হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের পক্ষে ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন।

আজ বৃস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. শাহনেওয়াজ আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদসহ অন্য উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাহিদ হোসেন বলেন, কলেজ পর্যায়ে এই প্রথম বিশ্বব্যাংক সহায়তা দিচ্ছে। এদেশে বিশ্বব্যাংকের মোট যে পরিমান বরাদ্দ রয়েছে, তার ১৯ শতাংশ হচ্ছে শিক্ষা খাতে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ে বিশ্বব্যাংকের সহায়তা চলমান রয়েছে। বর্তমানে উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা ও সকল শিক্ষার সহায়তা বাড়ানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হতে যাচ্ছে। প্রকল্পের মেয়াদ ২০১৬ সালের জুলাই হতে ২০২১ সালের জুন মাস পর্যন্ত। প্রকল্পের জন্য আইডিএ অর্থায়নের ঋণ ৬ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৮ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের উত্তোলিত অর্থের ওপর বার্ষিক শূন্য দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ এবং শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কমিটমেন্ট ফি দিতে হবে।

Comments

comments