আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন রাজ্যে একটি শপিং মলে বন্দুক হামলায় নিহত হয়েছে চারজন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অঙ্গরাজ্যের বার্লিংটন শহরের ক্যাসকেড শপিং মলে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলার খবর নিশ্চিত করেছে।
বিবিসির খবরে বলা হয়, শপিংমলে কতজন হামলা চালিয়েছে এবং কতটি গুলি চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওয়াশিংটন স্টেট পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস টুইটারে বলেছেন, সিয়াটল শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার উত্তরে ওয়াশিংটন রাজ্যের বার্লিংটনে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ হামলা হয়।
ফ্রান্সিস জানিয়েছেন, হামলাকারীকে খুঁজছে পুলিশ। মলের বাইরে থাকা উদ্ধারকর্মীদের একটি ছবি তিনি পোস্ট করেছেন।
এক টুইটে ফ্রান্সিস বলেছেন, পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর পুলিশের সহযোগিতায় জরুরি বিভাগের কর্মীরা শপিং মলের ভেতরে ঢুকেছেন। আহতদের উদ্ধার করছেন তারা।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, ঘটনার পর পরই শপিং মল বন্ধ করে দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের সেবা দিচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
Comments
comments