Download Free BIGtheme.net
Home / জাতীয় / চোখ মেলেছে খাদিজা বাঁচার সম্ভাবনা বাড়ছে

চোখ মেলেছে খাদিজা বাঁচার সম্ভাবনা বাড়ছে

photo_3000

অনলাইন ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের অবস্থার উন্নতি হয়েছে।

৯৬ ঘন্টার পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা বলছেন নার্গিসের বেঁচে উঠার সম্ভাবনা বেড়েছে। দুই থেকে চার সপ্তাহ পর তার নিওরোলোজিক্যাল অবস্থা জানা যাবে।মাথায় অস্ত্রোপচারের পর ৭২ ঘন্টা পর্যবেক্ষণ শেষে শনিবার চিকিৎসকরা নার্গিসের অবস্থা নিয়ে কথা বলেন। স্কয়ার হাসপাতালের নিউরোসার্জারির চিকিৎসকরা বলছেন এমন মুমূর্ষূ রোগীর ৯৬ ঘন্টা বেঁচে থাকাটা আশার কথা। তার শরীর সাড়া দিচ্ছে, ডান হাত পা কার্যকর হচ্ছে এবং চোখ মেলছে।

লাইফ সাপোর্টে রাখা চিকিৎসারই জানিয়েছেন, নার্গিসের নিউরোলোজিক্যাল স্ট্যাটাস এখন ৫-৬ এর মধ্যে। সময়ের সাথে সাথে মস্তিষ্ক আরও সচেতন হলে তার শরীর আরও সাড়া দিবে বলে আশা করছেন চিকিৎসকরা। বদরুল আলমের চাপাতির কোপে আহত শিক্ষার্থী খাদিজা ৪ অক্টোবর মঙ্গলবার থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে শিক্ষার্থীদের সামনে নার্গিসকে চাপাতি দিয়ে কোপাতে থাকে বদরুল। প্রত্যক্ষদর্শী লোকজন নার্গিসের চিৎকার শুনে এগিয়ে যায়। তারা নার্গিসকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনার পর এমসি কলেজের শিক্ষার্থীরা হামলাকারী বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। গণপিটুনিতে আহত বদরুলকেও ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

Comments

comments