Download Free BIGtheme.net
Home / খেলা / কোহলির শতকে শক্ত অবস্থানে ভারত

কোহলির শতকে শক্ত অবস্থানে ভারত

bdonline24_1684

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বোলিং তোপে ১০০ রানে পড়েছে ভারতের ৩ উইকেট। ইন্দোরে বিরাট কোহলির ওপর খুব কি ভরসা করেছিলেন কেউ? অ্যন্টিগায় সেই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০ রানের ইনিংস খেললেন তারপর তো ভারত অধিনায়ক ৫ টেস্টে একটি ফিফটিও করতে পারেননি! কিন্তু রুখে দাঁড়িয়ে কোহলি করলেন তার ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরি। কিউইদের বিপক্ষে সিরিজে প্রথম।

আজ নিউজিল্যান্ডের সাথে তিন টেস্ট ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের প্রথম দিনে ভারত ব্যাট করতে নামলে নিজের নামের পাশে আরো একটি সেঞ্চুরি যোগ করলেন ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক। কোহলির সেঞ্চুরির সুবাদে প্রথম দিন শেষে শক্ত অবস্থানে ভারত।

কোহলি ১০৩ রানে অপরাজিত। রাহানে ৭৯ রানে নামবেন দ্বিতীয় দিনে। এই ম্যাচেই দুই বছর পর গৌতম গম্ভিরের ফেরা। আগের ম্যাচে শিখর ধাওয়ান সুযোগ পেলেন। তাই ফেরা হয়নি। ধাওয়ানের ইনজুরিতে আবার ভারতের জার্সি পরে ইনিংস ওপেন করতে নামলেন অভিজ্ঞ ওপেনার।

দলের ২৬ রানের সময় হারালেন পার্টনার মুরালি বিজয়কে (১০)। কিন্তু ২টি ছক্কা ও ৩টি বাউন্ডারিতে প্রায় ঘণ্টা খানেক টিকে থাকা গম্ভির ভালো কিছুই ইঙ্গিত দিচ্ছিলেন। হতে দিলেন না ট্রেন্ট বোল্ট। পেসার এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন ২৯ রান করা গম্ভিরকে।

তারপর দিনের বাকি ৫৬ ওভারে কিউই বোলারদের হতাশাই উপহার দিল কোহলি-রাহানে জুটি। এর মধ্যে ৩ ম্যাচের সিরিজে ২-০ তে জয় নিশ্চিত করেছে ভারত।

Comments

comments