Download Free BIGtheme.net
Home / জাতীয় / ব্রিকস-বিমসটেক সম্মলেনে যোগ দিতে ভারতের পথে প্রধানমন্ত্রী

ব্রিকস-বিমসটেক সম্মলেনে যোগ দিতে ভারতের পথে প্রধানমন্ত্রী

bdonline24_1770

অনলাইন ডেস্কঃ ব্রিকস-বিমসটেক আউটরিচ সামিটে যোগ দিতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় দুই দিনের এই সম্মেলন হচ্ছে।

দুই দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

রোববার সকাল ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

মন্ত্রিসভার কয়েকজন সদস‌্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

গোয়ায় পৌঁছে স্থানীয় সময় বেলা ১টায় বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের সম্মানে রাজ‌্যের মুখ‌্যমন্ত্রীর দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ হাসিনা।

Comments

comments