Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ট্রাম্পের বিরুদ্ধে পর্নোস্টারের যৌন হয়রানির অভিযোগ

ট্রাম্পের বিরুদ্ধে পর্নোস্টারের যৌন হয়রানির অভিযোগ

bdonline24_1949

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন বিতর্কে জড়িয়ে পড়ছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একের পর নিত্যনতুন যৌন হয়রানির অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে আসছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে।

এবার ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর যৌন হয়রানির অভিযোগ করলেন পর্নোস্টার জেসিকা ড্রেক। দশ বছর আগের একটি ঘটনার কথা বললেন তিনি। সেই সময় ক্যালিফোর্নিয়ার লেক তাহো-তে একটি গল্‌ফ টুর্নামেন্ট চলছিল। জেসিকা ও তার কয়েকজন বান্ধবীকে নিজের স্যুইটে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প।

সেখানেই ইচ্ছার বিরুদ্ধে ট্রাম্প তাকে ও অন্য আরও দু’জনকে জোর করে জড়িয়ে ধরে চুমো করতে থাকেন। এর পরেই স্যুইট ছেড়ে বেরিয়ে যান জেসিকা। ঘটনার কিছুক্ষণ পরে ট্রাম্পের হয়ে অন্য এক ব্যক্তি ফোন করে জেসিকাকে স্যুইটে ফিরে ট্রাম্পের সঙ্গে ডিনার সারতে বলেন। জেসিকা রাজি না হলে ট্রাম্প নিজেই ১০,০০০ ডলার অফার করেন তাকে।

এই নিয়ে মোট এগার জন নারী যৌন হয়রানির অভিযোগ আনলেন ট্রাম্পের বিরুদ্ধে। যদিও ট্রাম্প এই ধরনের সকল অভিযোগই অস্বীকার করে আসছেন।

Comments

comments