শাহিনুর ইসলাম,লালমনিরহাট: জেলার সদরে টানা ৭ দিন ঘড়ে আটকিয়ে শ্রমিক নির্যাতনের অভিযোগে লালমনিরহাট শহরের মামনি জুয়েলার্সের মালিক রাশেদুল ইসলাম রাসেলকে(২৮) আটক করেছে সদর থানা পুলিশ।
রোববার(১৬অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে থানা পুলিশ তাকে আটক করে।
আটক রাশেদুল ইসলাম রাসেল লালমনিরহাট শহরের নর্থ বেঙ্গল মোড় এলাকার আমজাদ হোসেনের ছেলে।
থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, মামনি জুয়েলার্সে ২ বছর যাবৎ শ্রমিক হিসেবে কাজ করত শহরের সাপটানা ভাতরী এলাকার মন্তাজ আলীর ছেলে নয়ন মিয়া(১২)।
গত ৯অক্টোবর ওই জুয়েলার্সের অপর শ্রমিক মাঈদুল ইসলামের টাকা হারিয়ে যাওয়ায় অভিযুক্ত করা হয় নয়ন মিয়াকে।এ অভিযোগে জুয়েলার্সের মালিক রাশেদুল ইসলাম ওই দিন রাতে নয়নকে পাশ্বের গোডাউনে রশি দিয়ে বেঁধে লোহার পাইপ দিয়ে মারপিট করে ঘরে আটকিয়ে রাখে।
ঘটনার দিন থেকে নয়ন বাড়ি না যাওয়ায় তার পরিবারের পক্ষ থেকে খোঁজ জানতে চাইলে দোকানে কাজের চাপের কারনে নয়ন বাড়ি যাচ্ছে না বলে মালিক পক্ষ তার পরিবারকে জানায়।
অবশেষে ৭দিন পর শনিবার(১৫অক্টোবর) বিকেলে অসুস্থ নয়ন বাড়ি গেলে বিষয়টি জানতে পেয়ে তার পরিবার তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় রোববার(১৬অক্টোবর) বিকেলে নয়নের বাবা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় ছেলে রশি দিয়ে বেঁধে রেখে ৭দিন ধরে নির্যাতনের বিচার চেয়ে একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি আমলে নিয়ে সন্ধ্যায় অভিযুক্ত জুয়েলার্সের মালিক রাশেদুল ইসলামকে আটক করে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম জানান, আটক রাশেদুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা দায়েরও প্রস্তুতি চলছে।
Comments
comments