Download Free BIGtheme.net
Home / অর্থনীতি / শিশু পুষ্টি খাতে ১০০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

শিশু পুষ্টি খাতে ১০০ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

bdonline24_1804

অনলাইন ডেস্কঃ বাংলাদেশের শিশু পুষ্টি খাতের জন্য আগামী দুই বছরে বর্তমানের চেয়ে এক শ’ কোটি ডলার বেশি সহায়তা দেবে বিশ্বব্যাংক। এ ছাড়া আগামী তিন বছরে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) ব্যাংকের তহবিল শতকরা ৫০ ভাগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ তহবিলের অর্থের পরিমাণ বাড়লে এর হার অনুযায়ী বাংলাদেশের সহায়তাও বাড়বে।

সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় কিম আরো বলেন, বাংলাদেশ অনেক খাতেই উন্নতি করেছে, যা প্রশংসনীয়। তবে মানবসম্পদ উন্নয়ন ও নারীর কর্মসংস্থানের বিষয়ে আরো নজর দিতে হবে।

আইডিএর তহবিলের আকার বাড়লে তা বাংলাদেশের জলবায়ু খাতের জন্য দেওয়া হবে বলে জানান বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

ভবিষ্যতে বিশ্বব্যাংকের বিভিন্ন দেশকে সহায়তা করার তহবিল ৫০ শতাংশ বাড়ানো হবে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশও আরও বেশি সহায়তা পাবে। বিশ্বব্যাংক এমনিতেই বাংলাদেশকে বড় ধরনের সহায়তা দেয়। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা সহায়তার ফোকাস হবে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশের যোগাযোগসহ সব খাতেই বিশ্বব্যাংক সহায়তা দিয়ে থাকে। পদ্মা সেতুতে যে তহবিল বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল, তারা অন্যান্য প্রকল্পে সেটি দিয়েছে। এর মাধ্যমে বিষয়টির সমন্বয় হয়েছে। বিশ্বব্যাংকের কাছে আমাদের অনেক প্রত্যাশা।’

‘আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস’ এ বছর ঢাকায় পালন করছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। তিন দিনের সফরে রোববার ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি বাংলাদেশে এসেছেন দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য ও বিমোচনের কৌশল সরেজমিনে দেখতে।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বেলা তিনটায় ‘দারিদ্র্যমুক্ত বিশ্বে বাংলাদেশ’ শীর্ষক গণবক্তৃতা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিশেষ বক্তব্য দেবেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশ্বব্যাংকের নতুন প্রধান অর্থনীতিবিদ পল রোমার।

Comments

comments