স্পোর্টস ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই নেইমারের স্পেন ছাড়ায় একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। সামার ট্রান্সফার উইন্ডোতে পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড তো ব্রাজিলিয়ান সেনসেশনকে দলে ভেড়াতে এক প্রকার উঠেপড়েই লেগেছিল। যত অর্থই লাগুক ‘আগামীর বিশ্বসেরাকে’ যে চাই-ই চাই!
সে যাই হোক, সব গুজবে পানি ঢেলে দিলেন নেইমার ও কাতালুনিয়া ক্লাবটি। ২৪ বছর বয়সী এই তারকার সঙ্গে নতুন চুক্তির খবরটি শুক্রবার নিজেদের ওয়েবসাইটে জানায় বার্সা। আর নতুন চুক্তিতে নেইমারের ‘রিলিজ ক্লজ’ ধরা হয়েছে ২০ কোটি ইউরো। পর্যায়ক্রমে পরের বছর তা বেড়ে দাঁড়াবে ২২ কোটি ২০ লাখ ইউরোতে। আর শেষ তিন বছরে তা বেড়ে হবে ২৫ কোটি ইউরো।
২০১৩ সালে পাঁচ বছরের চুক্তিতে সান্তোস ছেড়ে স্পেনে পাড়ি জমিয়েছিলেন সে সময়ের এই উদীয়মান তারকা। ২০১৮ সালের জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত কাম্প নউয়ে থাকবেন ব্রাজিলিয়ান তারকা।
নিজের অফিসিয়াল টুইটার পেজে বার্সা সমর্থকদের আশ্বস্ত করে নেইমার জানান, ‘আমি বার্সায় থাকতে পেরে খুবই খুশি। ভিস্কা (দীর্ঘজীবী হও) বার্সা ও ভিস্কা কাতালুনিয়া।’ শুধু তাই নয়, ইন্সটাগ্রামে ৫২.৭ মিলিয়ন অনুসারীদের সঙ্গে বার্সার জার্সি গায়ের একটি ছবিও পোস্ট করেন নেইমার।
Comments
comments