শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে জেলার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষকরা মানববন্ধন করেছে।
বুধবার দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রীর নিকট স্বারকলিপি পেশ করে।
এ সময় বক্তব্য রাখেন নন-এমপিও শিক্ষক সমিতির ও লালমনিরহাট জেলা সাধারন সম্পাদক হযরত আলী, সাংগঠিনিক সম্পাদক রমজান আলী, সদর উপজেলা সভাপতি তাজউদ্দিন, লালমনিরহাট আর্দশ দাখিল মাদ্রাসার শিক্ষক সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে স্বীকৃতি প্রাপ্ত নন-এমপিও সকল শিক্ষক, প্রতিষ্ঠান এমপিও ভূক্তির জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবী জানায়।
Comments
comments