Download Free BIGtheme.net
Home / বিদ্যুৎ ও জ্বালানি / ৩০ অক্টোবর থেকে সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘট

৩০ অক্টোবর থেকে সিএনজি ফিলিং স্টেশনে লাগাতার ধর্মঘট

photo_3240

অনলাইন ডেস্ক: তিন দফা দাবিতে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার অ্যাসোসিয়েশন।

বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাসুদ খান ও সাধারণ সম্পাদক ফারহান নূর আলম এ ধর্মঘটের ডাক দেন।

আগামী ৩০ অক্টোবর সকাল ৬টা থেকে তাদের এ ধর্মঘট শুরু হবে।দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ ধর্মঘাট চলবে।

দাবিগুলো হলো- সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা মাসুল অস্বাভাবিক বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল, গ্যাস কোম্পনিসমূহের মূল্য বৃদ্ধির প্রস্তাবনা প্রত্যাহার ও জালানী মন্ত্রণালয়ের সুপারিস সমূহ দ্রুত বাস্তবায়ন করা।

Comments

comments