স্পোর্টস ডেস্কঃ ভারতের স্পিনার অমিত মিশ্রার দুর্দান্ত বোলিংয়ে শেষ ওয়ানডেতে ১৯০ রানের লজ্জাজনক পরাজয় বরণ করে নিতে হল সফরকারী নিউজিল্যান্ডকে। এই হারে ৩-২ ব্যবধানে সিরিজও হারতে হল কিউইদের।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-২ এ সমতা থাকায় শনিবারের ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। যা ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সর্বনিম্ন সংগ্রহ। নিউজিল্যান্ডের ৫জন ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।
ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার অমিত মিশ্রা। তিনি ৬ ওভার বল করে মাত্র ১৮ রানে ৫ উইকেট তুলে নেন। এরমধ্যে ২টি মেডেন ওভারও ছিল।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ২৬৯ রান করে ভারত। রোহিত শর্মার ৭০ ও বিরাট কোহলির ৬৫ রানের উপর ভর করে নিউজিল্যান্ডকে ২৭০ রানের টার্গেট দেয় ভারত।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৫ ম্যাচের সিরিজে ২-২ এ সমতায় রয়েছে দুই দল। নিউজিল্যান্ডের সামনে রয়েছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে হারের বদলা নেয়ার সূযোগ। আর মহেন্দ্র সিং ধোনির দলের সামনে আরও একটা সিরিজ জেতার সুযোগ।
২৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতের স্পিনারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। লাথাম, উইলিয়ামসন এবং টেলর ছাড়া আর কেউই দুই অংকের ঘর ছুঁতে পারেননি।
Comments
comments