আন্তর্জাতিক ডেস্কঃ সবারই বিশ্বাস ছিল হিলারি ক্লিনটনই জিতবেন। কারণ, হিলারির সমর্থকের সংখ্যাই ছিল বেশি। ধারণা করা হয়, যারা হিলারিকে পছন্দ করেন না তারাও ভোট দেবেন হিলারিকে। কারণ, বিতর্কিত বক্তব্য নিয়ে শুধু আমেরিকাই নয়, বিশ্ববাসীর ঘৃণা কুড়িয়েছেন ট্রাম্প।
কিন্তু মার্কিন নির্বাচন নিয়ে এই বোঝাটা ভুল ছিল। এখন নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। তাতে বেশি বড়সড় ব্যবধানেই এগিয়ে আছেন ট্রাম্প। তাই হিলারির পাড় সমর্থকরা হতাশায়-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েছেন।
এখন পর্যন্ত পাওয়া ফলাফলে জানা গেছে, ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেছেন ২১৫টি ইলেক্টোরাল ভোট। আর ট্রাম্প পেয়েছেন ২৪৪টি ইলেক্টোরাল ভোট।
Comments
comments