আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায় এশিয়ার শেয়ারবাজারে পতন হয়েছে। জাপানের টোকিওতে এমএসসিআই সূচকের পতন হয়েছে ১৩৫.০৭ পয়েন্টের। শতকরা হিসাবে এ পতনের হার ২ শতাংশ। ২৪ জুনের পর এটিই একদিনে সূচকের সর্বোচ্চ পতন।
ট্রাম্পের বিজয়ের সম্ভাবনায়ও বাজারে বড় ধরনের নিতিবাচক প্রভাব পড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বুধবার দিনের শুরুতে ভোট গণনায় ফ্লোরিডার ২৯টি ইলেকটোরাল ভোট ট্রাম্প পেতে পারেন-এমন আভাস পাওয়ার পর থেকেই বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। জাপানের টপিক্স সূচকের পতন হয়েছে ৩.৭ শতাংশ।
দক্ষিণ কোরিয়ার কসপাই সূচকের পতন হয়েছে ২.৪ শতাংশ। এছাড়া নিউজল্যান্ডের এনজেডএক্স-৫০ সূচকের ৩.৩ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচকের ২ শতাংশ, সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস সূচকের ১.২ শতাংশ, হংকংয়ের হান সেন সূচকের ২.৮ শতাংশ, চীনের সাংহাই কম্পোজিট সূচকের পতন হয়েছে ২.১ শতাংশ।
Comments
comments