Download Free BIGtheme.net
Home / আন্তর্জাতিক / ট্রাম্প শিবিরে বিজয়ের ঘোষণা

ট্রাম্প শিবিরে বিজয়ের ঘোষণা

bdonline24_2268

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডন্ট নির্বাচনে প্রাথমিক ফলাফল প্রকাশের পরই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক সহযোগী বিজয়ের ঘোষণা দিয়েছেন। ইদাহোতে ট্রাম্পের নির্বাচনি প্রচারণার পরিচালক লেইন ব্যাঙ্গার্টার এপি-কে বলেছেন, আমরা অতিরঞ্জিত আত্মবিশ্বাসী নই। তবে আমরা সেই ঘোষণা দিচ্ছি।

ফ্লোরিডায় আমরা জিতেছি, নর্থ ক্যারোলিনাতেও, আমরা জিততে যাচ্ছি। তিনি (ট্রাম্প) ওহাইওতেও জিতেছেন। এটাই আমাদের দরকার ছিল। নিউ মেক্সিকোতেও তিনি সম্ভবত জিততে যাচ্ছেন। তবে আজ রাতে আরও অনেক কিছুই হতে পারে। আমরা ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যেও জয়ী হয়েছি। আমি পরিষ্কারভাবে বলছি, সব শেষ। জনগণের কণ্ঠ জেগে উঠেছে।

ফ্লোরিডার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে জয় পাওয়াটা ছিল ট্রাম্পের জন্য নির্বাচনি লড়াইয়ে টিকে থাকার পূর্বশর্ত। কিন্তু তিনি পরে ওহাইও, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভ্যানিয়ায় জয় পাওয়াতে হিলারি ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন। এখন ট্রাম্পের ইলেক্টোরাল ভোট রয়েছে ২৬৬টি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

Comments

comments