অনলাইন ডেস্কঃ বন্ধুত্ব, সেলফি, চ্যাট, প্রোমোশনের পর এবার আপনাকে চাকরি পেতেও সাহায্য করবে ফেসবুক।
গত সোমবার ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়, পেজ অ্যাডমিনিস্টররা নিজেদের পেজে ‘জব ক্রিয়েট’ অপশন দিয়ে চাকরির খবর পোস্ট করতে পারবেন এবং সেই পেজে আবেদনও রিসিভ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশন সফল হলে কিছুটা ধাক্কা খেতে পারে লিঙ্কডিন কর্পোরেশনের রিক্রুটিং বিজনেস।
ফেসবুকের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, অনেক ছোটখাটো ব্যবসায়ী এখন নিজেদের সংস্থায় চাকরির খবর ফেসবুক পেজে পোস্ট করেন। এই কাজই আরও ভাল ভাবে করতে আমরা ‘জব ক্রিয়েট’ নিয়ে আসার কথা ভেবেছি।
এই মুহূর্তে লিঙ্কডিনের আয়ের মূল উৎস বিভিন্ন সংস্থার চাকরির পোস্ট ও যারা চাকরি খুঁজছেন তাঁদের বায়োডেটার জন্য দেওয়া অর্থ থেকে। ফেসবুক জব ক্রিয়েট অপশনের ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়ায় অর্থের বিনিময় চাকরির খবর পোস্ট করতে পারবে বিভিন্ন সংস্থা।
চলতি বছরের গত অক্টোবর মাসে ফেসবুক নিয়ে আসে মার্কেটপ্লেস। এর সাহায্যে সোশ্যাল মিডিয়ার সাহায্যে স্থানীয় বাজারে কেনাবেচা করতে পারেন ইউজাররা।
সূত্র-আনন্দবাজার
Comments
comments