অনলাইন ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গী-সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে খালেদা জিয়া সংখ্যলঘুদের উপর হামলা চালাচ্ছে। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে নাছিরনগরসহ কয়েকটি স্থানে সংখ্যলঘুদের উপর বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা চালিয়েছে। এই হামলা কোন হিন্দু মুসলিম বিরোধের হামলা নয়, উপর থেকে চাপিয়ে দেয়া হামলা। সরকারকে বেকায়দায় ফেলতেই এ হামলা চালানো হয়েছে।’ মন্ত্রী আজ নড়াইলে জেলা জাসদের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া এবং বিএনপি আগুন সন্ত্রাসী, রাজাকারদের রক্ষার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চোরাগোপ্তা হামলা চালাচ্ছে। খালেদা জিয়া গণতন্ত্রের টুপি পড়লেও উনি কার্যত আগুণ সন্ত্রাসী ও জঙ্গীবাদের নেত্রী। খালেদা জিয়ার নির্দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনই নয়, সকল ধর্মের লোকদেরকেই হত্যা করা হয়েছে হামলা চালানো হয়েছে মসজিদ ও মন্দিরে।’
তিনি বলেন, খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের দোহাই দিয়ে যুদ্ধাপরাধী এবং জঙ্গীবাদকে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়া সন্ত্রাসী-জঙ্গীবাদ, যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার যে স্বপ্ন দেখছেন তা কখনও বাস্তবায়ন হবেনা।
জেলা পরিষদের হলরুমে জেলা জাসদের সহ-সভাপতি তালুকদার হুমায়ুন কবীরের সভাপতিত্বে এ সময় আরো বক্তৃতা করেন, জাসদের কার্যকরী সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম পান্তু ও যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম তুহিন। এর আগে তথ্যমন্ত্রী জেলা টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করেন।
Comments
comments